এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সুপ্রতিষ্ঠিত এবং স্বনামধন্য কোম্পানি এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেশন সেন্টার লিঃ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শর্তসাপেক্ষে যোগ্যতাসম্পন্ন এবং দক্ষ জনবল নিয়োগ এর লক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে মোট ১৩৬ জন লোকবল নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের নিকট হতে ডাকযোগে আবেদনপত্র আহবান করা হচ্ছে।আপনি যদি যোগ্যতাসম্পন্ন হয়ে থাকেন এই পদের জন্য তাহলে এই সুযোগ।
এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- প্রতিষ্ঠানের নামঃ এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার লিঃ
- পদ সংখ্যাঃ ১৩৬ টি
- আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে
- বেতনঃ পদভেদে
- আবেদন শুরুঃ ২৩ জানুয়ারি ২০২২
- আবেদনের শেষ তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২২
এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত পদ সমূহ
১.পদের নামঃ জেলা এনিমেল হেলথ অফিসার
- পদ সংখ্যাঃ ৩ টি
- বেতনঃ ২০০০০ টাকা, টিএডিএ ৫০০০ টাকা
- বয়সঃ অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন
- যোগ্যতাঃ DVM/Animal Husbandry তে স্নাতক/ স্নাতকোত্তর পাস।
২.পদের নামঃ জেলা ফিশারিজ অফিসার
- পদ সংখ্যাঃ ৩ টি
- বেতনঃ ২০০০০ টাকা, টিএডিএ ৫০০০ টাকা
- বয়সঃ অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন
- যোগ্যতাঃ ফিশারীজে স্নাতক/ স্নাতকোত্তর পাস।
৩.পদের নামঃ উপজেলা এনিমেল হেলথ অফিসার
- পদ সংখ্যাঃ ২০ টি
- বেতনঃ ১৫০০০ টাকা, টিএডিএ ৫০০০ টাকা
- বয়সঃ অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন
- যোগ্যতাঃ DVM/Animal Husbandry তে স্নাতক/ স্নাতকোত্তর পাস।
৪.পদের নামঃ এনিমেল হেলথ কো-অর্ডিনেটর
- পদ সংখ্যাঃ ১০০ টি
- বেতনঃ ১১০০০ টাকা, টিএডিএ ৪০০০ টাকা
- বয়সঃ ন্যূনতম ৩০ বছর
- যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর পাস। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৫.পদের নামঃ কাল্টিভেশন ওয়ার্কার্স
- পদ সংখ্যাঃ ১০ টি
- বেতনঃ আলোচনা সাপেক্ষে (আবাসিক ব্যবস্থা পরিবার সহ)
- বয়সঃ ন্যূনতম ২৫ বছর
- যোগ্যতাঃ পশুপালন, মৎস পালন, সবজি চাষাবাদ, বাগান পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্রের সাথে যা সংযুক্ত করতে হবেঃ
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি,
- নাগরিকত্ব সনদপত্র,
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত কপি,
- জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ।
আবেদন করার পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন পত্র আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিম্নে বর্ণিত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ারে প্রেরণ করতে হবে।
আবেদন পত্র প্রেরণের ঠিকানাঃ
বরাবর,
ম্যানেজিং ডিরেক্টর
এনিমেল চিকিৎসা এন্ড কনসালটেন্ট সেন্টার লিমিটেড
জান-ই-সাবহাউসিং কম্প্লেক্স, ২ নম্বর গেট, মেইন রোড,
বড় মসজিদ সংলগ্ন, বগুড়া সদর, বগুড়া।
আবেদন ফিঃ
আবেদনপত্রের সহিত কোম্পানির নামে পদ্মা ব্যাংক ভোলা শাখা বগুড়া এর অনুকূলে আবেদন ফি বাবদ প্রার্থীগণকে ১-৪ নং পদের জন্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফট/ পে অর্ডার এর মাধ্যমে প্রেরণ করতে হবে। এর মূলকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে। ৫ নং পদের ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন নেই।